모금 9월 15일 2024 – 10월 1일 2024 모금에 대해서

রিয়াদুস সালেহীন (১-৪ খণ্ড একত্রে)

রিয়াদুস সালেহীন (১-৪ খণ্ড একত্রে)

ইমাম মুহিউদ্দিন ইয়াহইয়া আন-নববী রা.
이 책이 얼마나 마음에 드셨습니까?
파일의 품질이 어떻습니까?
책의 품질을 평가하시려면 책을 다운로드하시기 바랍니다
다운로드된 파일들의 품질이 어떻습니까?
"রিয়াদুস সালেহীন" বইটির ভুমিকা থেকে নেয়াঃ

‘রিয়াদুস সালেহীন’ নামক এই সুবৃহৎ নির্বাচিত হাদীস সংকলন গ্রন্থটি। রচয়িতা কর্তৃক প্রদত্ত এই গ্রন্থের পুরাে নামটি হচ্ছে- ‘রিয়াদুস সালেহীন মিন কালামে সাইয়্যেদুল মুরসালিন’ অর্থাৎ, রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র বাণী সম্ভার দ্বারা সুশােভিত পূণ্যবানদের উদ্যান। আর প্রকৃত অর্থেই নামের স্বার্থকতা এই অনন্য গ্রন্থটির ক্ষেত্রে যথার্থ। কেননা, বিগত দেড় হাজার বছরে যত হাদীস সংকলন গ্রন্থ রচিত হয়েছে তন্মধ্যে এই পরিসরে এতাে অধিক বিষয় সম্বলিত হাদীস গ্রন্থ অন্য কেউ রচনা করতে পারেননি, যা ‘রিয়াদুস সালেহীন’ নামক এই নির্বাচিত হাদীস সংকলন গ্রন্থটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই অসাধারন বৈশিষ্ট্যের জন্যই রিয়াদুস সালেহীনের প্রয়ােজনীয়তা ও গ্রহণযােগ্যতা কালের সীমানা অতিক্রম করে রচনাকাল ৬৭০ হিজরী থেকে ১৪৩৮ হিজরী অর্থাৎ, অদ্যাবধি সমান জনপ্রিয়তা ও গ্রহণযােগ্যতার সাথে সমগ্র মুসলিম বিশ্বে সমাদৃত হয়ে আসছে। পৃথিবীর এমন কোন জীবন্ত ভাষা নেই যে ভাষায় রিয়াদুস সালেহীনের একাধিক অনুবাদ প্রকাশিত হয়নি। গ্রন্থটির এই বিস্ময়কর জনপ্রিয়তা ও গ্রহণযােগ্যতার মূল কারণ হচ্ছে- যুগ চাহিদার আলােকে পবিত্র হাদীস শরীফের বৈচিত্রময় পরিচ্ছেদ তথা বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে দক্ষতা। মানুষের দৈনন্দিন দ্বীনি যিন্দেগীর প্রয়ােজনীয়তার উপর গুরুত্বারােপ এবং ইসলামী জীবন-ব্যবস্থার পূর্ণাঙ্গরূপকে অত্যন্ত আকর্ষনীয় ও হৃদয়গ্রাহী উপায়ে উপস্থাপন। সেই সাথে ইমাম নববী (রাহ.) তাঁর এই গ্রন্থের প্রত্যেক পরিচ্ছেদের শুরুতে বিষয় সংশ্লিষ্ট পবিত্র কোরআনের আয়াতসমূহ সংযােজন করে রিয়াদুস সালেহীনকে প্রয়ােজনীয়তার দৃষ্টিকোণ থেকে এমন এক অপরিহার্যতার পর্যায়ে নিয়ে গেছেন যার বিকল্প নেই বললেই চলে। কালজয়ী হাদীস সংকলন গ্রন্থসমূহ বা ‘সিহাহ্ সিত্তা’ নামে বিগত হাজার বছরব্যাপী সর্ব মহলে স্বীকৃত ও গ্রহণযােগ্য ছয়টি বিশুদ্ধ হাদীস গ্রন্থ যথা : ১- সহীহ আল বুখারী, ২- সহীহ মুসলিম, ৩- সুনানে তিরমিযী, ৪সুনানে আবু দাউদ, ৫- সুনানে নাসায়ী ও ৬- সুনানে ইবনে মাজাহ্, এই সুবিখ্যাত ছয়টি হাদীস সংকলন গ্রন্থের প্রতিটি অধ্যায় থেকে সংকলক ইমাম নববী (রাহ.) অত্যন্ত দক্ষতার সাথে যথােপযুক্ত হাদীস নির্বাচন করে বিশটি কিতাব তথা অধ্যায়ের অন্তর্গত তিন'শ পচাত্তরটি স্বতন্ত্র পরিচ্ছেদে বিভক্ত করে তা 'রিয়াদুস সালেহীন’ নামক এই

언어:
bengali
페이지:
856
파일:
PDF, 34.93 MB
IPFS:
CID , CID Blake2b
bengali0
온라인으로 읽기
로의 변환이 실행 중입니다
로의 변환이 실패되었습니다

주로 사용되는 용어